আলফাডাঙ্গায় পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ৩০, ২০২২

আলফাডাঙ্গায় পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত | সময় সংবাদ

আলফাডাঙ্গায় পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত | সময় সংবাদ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

 ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (৩০ মার্চ) উপজেলা হলরুমে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।


দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ বিশ্বাস ও উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সোহানুর রহমান প্রমুখ। 


এসময় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। 


দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫০ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেইসাথে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সবাইকে সম্মানী ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।


Post Top Ad

Responsive Ads Here