দোয়ারাবাজারে ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ২৮, ২০২২

দোয়ারাবাজারে ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন | সময় সংবাদ

দোয়ারাবাজারে ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন | সময় সংবাদ


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ফসল রক্ষা বাঁধের কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে হাওর বাচাঁও আন্দোলনের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে চারটায় উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা বাজারে হাওর বাঁচাও আন্দোলন সুরমা ইউনিয়ন কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


এসময় বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকন্ঠ'র সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির কার্যকরী সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল আওয়াল, হাওর বাঁচাও আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সুরমা ইউনিয়ন কমিটির আহবায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহ জামাল, সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।


এসময় বক্তারা বলেন, 'দোয়ারাবাজারে ফসল রক্ষা বাঁধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। সুরমা ইউনিয়নে একই পরিবারে নামেবেনামে ১১ পিআইসি দেওয়া হয়েছে। পাউবোর এসও আবু সায়েমের যোগসাজশে চিহ্নিত রাজাকার পুত্র এখলাছ ফরাজী বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারি বরাদ্দের কোটি কোটি টাকায় নিজের পকেটে ভারী করছে। অবিলম্বে এই দুর্নীতিবাজ কর্মকর্তা ও পিআইসি সিন্ডিকেটের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।


Post Top Ad

Responsive Ads Here