![]() |
রাঙ্গামাটিতে কেন্দ্র তত্ত্বাবধায়কদের মাঝে ৩০টি ল্যাপটপ বিতরণ | সময় সংবাদ |
মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি যৌথ প্রকল্প এসআইডি-সিএইচটি’র শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট-এর অধীনে রাঙ্গামাটি জেলার ৩০টি যুব ও বয়স্ক শিক্ষাকেন্দ্রের কেন্দ্র তত্ত্বাবধায়কদের মাঝে সোমবার সকালে পরিষদের মিনি কনফারেন্স রুমে প্রিন্টারসহ ল্যাপটপ বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
বিতরণকালে প্রধান অতিথি বলেন, প্রত্যন্ত অঞ্চলের নারীদের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার জন্য এই প্রিন্টার ও ল্যাপটপ কাজে লাগাতে হবে। করোনা মহামারির কারণে যুব ও বয়স্ক শিক্ষাকেন্দ্রগুলোর কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হয়নি। বর্তমানে যেহেতু করোনা মহামারি নিয়ন্ত্রণে রয়েছে, তাই যুব ও বয়স্ক শিক্ষাকেন্দ্রগুলোর কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসআইডি-সিএইচটি, ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঔশ^র্য চাকমা, ইউএনডিপি উপজেলা ফ্যাসিলিটেটর ধীমান ত্রিপুরা, প্রকল্পের জেলা কর্মকর্তা সুখেশ^র চাকমাসহ অন্যান্য কর্মকর্তা ও উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটরবৃন্দ উপস্থিত ছিলেন।