![]() |
“স্থানীয় বিরোধ মিমাংসায় সালিশ: একটি কার্যকর পদ্ধতি” | সময় সংবাদ |
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগ এর আয়োজনে “স্থানীয় বিরোধ মিমাংসায় সালিশ: একটি কার্যকর পদ্ধতি” শীর্ষক মতবিনিময় সভা সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক অধিকার দলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার, সাংবাদিক হাফেজ মাছুম বিল্লাহ, সমাজ সেবক আঃ লতিফ খসরু, সংগঠক নুরুজ্জামান খোকন প্রমূখ। মূল প্রবন্ধ পাঠ করেন নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার উত্তম কুমার রায়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগের সহকারী এরিয়া অফিসার রকিবুল ইসলাম। কর্মশালায় বিভিন্ন পেশার ৭০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।