![]() |
বোয়ালমারী জর্জ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত | সময় সংবাদ |
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 'বোয়ালমারী জর্জ একাডেমি'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল আটটায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. কামরুল হাসান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনীর হোসেন, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ মো. শাহিনুর আলম,বোয়ালমারি প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বোয়ালমারি প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক কামরুল সিকদার, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মো. ফিরোজ মোল্যা, কৃষ্ণ চন্দ্র সাহা, এস এম ইউনুচ আলী, মাসুরা খাতুন, সাবেক ইউপি সচিব হাফিজুর রহমান বাবলু ঠাকুর প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতার ধারা বর্ণনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন, আনোয়ারুজ্জামান ঝন্টু এবং মো. সেলিম শেখ।
সোমবার সকাল সাড়ে আটটায় বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।