নোয়াখালী সদর থেকে জামায়াত ইসলামীর জেলা আমীরসহ ৪৫ নেতাকর্মী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ১৬, ২০২২

নোয়াখালী সদর থেকে জামায়াত ইসলামীর জেলা আমীরসহ ৪৫ নেতাকর্মী আটক

 

নোয়াখালী সদর থেকে জামায়াত ইসলামীর জেলা আমীরসহ ৪৫ নেতাকর্মী আটক



আবু সাঈদ শাকিল, নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সদর উপজেলায় একটি প্রাইভেট স্কুলে অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর ৪৫ নেতা-কর্মীকে আটক করেছে সুধারাম থানা পুলিশ। পুলিশ বলছে, তারা ওই একাডেমি ভবনের দ্বিতীয় তলার একটি শ্রেণি কক্ষে গোপনে সরকার বিরোধী কার্যকলাপের জন্য বৈঠকে মিলিত হয়েছিলেন।


রোববার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদীর সংলগ্ন আল ফারুক একাডেমির দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা জানা যায় নি।


তবে জামায়াত কর্মীদের অভিযোগ,এখনে নিরাপদ খাদ্য উৎপাদন কৌশল কর্ম শালা আয়োজন করা হয়। আয়োজন মানব সম্পদ উন্নয়ন সংস্থা। এই মিটিং সম্পূর্ণ অরাজনৈতিক। কিছু ভাই এই বিষয়ে প্রশিক্ষণ নিতে ছিল। একজন সাবেক কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ দিতেছেন শুনেছি। হঠাৎ পুলিশ এসে সবাইকে সম্পুর্ন অন্যায় ভাবে তাদের গ্রেপ্তার করে। একটা অরাজনৈতিক মিটিং ঘরোয়া পরিবেশে হচ্ছে। এই ধরনের আচরণ সম্পুর্ন অন্যায়।




Post Top Ad

Responsive Ads Here