![]() |
শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে সব সময় প্রস্তুত ;আওয়ামীলীগ নেতা আব্বাস | সময় সংবাদ |
নিজেস্ব প্রতিবেদক:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করতে আলহাজ্ব মোঃ আব্বাস উদ্দিন নগরীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক কর্মকাণ্ড ও প্রধানমন্ত্রী উপহার শুকনো খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন।
বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে সব সময় প্রস্তুত ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন।
প্রতি বছরের মত এবারও অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রায়ই ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন। শাড়ী, লুঙ্গি, সেমাই, চাল-ডাল, তেল ইত্যাদি।
সুত্র বলছে, রাজনৈতিক প্রতিপক্ষরা কোনো ভাবেই আব্বাসের জনপ্রিয়তা নষ্ট করতে না পেরে সবার প্রিয় আব্বাস উদ্দিনের বিরুদ্ধে একটি সাপ্তাহিক পত্রিকায় গত (১৯ মে) মিথ্যা বানোয়াট সংবাদ "বাংলা মদ বিক্রেতা আব্বাস এখন কোটিপতি আওয়ামী লীগ নেতা" শিরোনাম করে প্রপাগাণ্ডা ছড়ায়। যা-তে করে আগামী থানা আওয়ামী লীগের কমিটিতে পদপেতে বেগ পোহাতে হয় আব্বাস উদ্দিন কে।
সংবাদের প্রতিবাদ জানিয়ে পত্রিকা কর্তৃপক্ষকে আব্বাস উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অসত্য সংবাদ পত্রিকায় লিখেছেন কেন? আপনারা আরো ১০/১৫ জন আমার এলাকায় তদন্ত করুন, তারপরে লিখুন। পরে ক্যান্টনমেন্ট এলাকায় দীর্ঘ সাত দিন ধরে ওই পত্রিকার অনুসন্ধানী টিম তদন্ত করে। প্রত্রিকার প্রথম পাতার নিচে দুই কলাম জুড়ে (৩০ মে) একটি প্রতিবেদন করেন আব্বাস উদ্দিনের পক্ষে। তাতে উল্লেখ করেন স্থানীয়দের ভুল তথ্যের ভিত্তিতে সংবাদটি প্রকাশিত হয় যাহা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট বটে।
![]() |
শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে সব সময় প্রস্তুত ;আওয়ামীলীগ নেতা আব্বাস | সময় সংবাদ |
এ বিষয়ে আব্বাস উদ্দীন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনেই কাজ করি। আমি নৌকার পক্ষে দুর্দিনেও ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। যত দিন বেঁচে আছি আওয়ামী লীগের পক্ষে ও মানুষের কল্যানে সাধ্যমত কাজ করে যাবো।
তিনি আরো বলেন, যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বলি ভালো হও, মরণের পরে জবাব কিন্তু দিতে হবে।
স্থানীয় বাসিন্দা শুকনাল বাবু বলেন, আব্বাস উদ্দিন আমাদের বিপদে আপদে সব সময় পাশে থাকে এবং বিভিন্ন সময় সাহায্য সহযোগিতাও করেন।
লালবানু নামে এক শতাধিক বয়সী বৃদ্ধ মহিলা বলেন, আব্বাস উদ্দিন কে ছোটবেলা থেকেই চিনি, সে পরোপকারী মানুষ। তার কঠোর হস্তক্ষেপে এলাকায় চুরি ছিনতাই হয়না। মেয়েরা রাত-বেরাতে নিরাপদে চলাফেরা করতে পারে। অসহায়দের সাহায্য সহযোগিতা করে। এলাকায় বিচার শালিসি ন্যায্য ভাবে করে।
সময়/নাজ/৩১/৫