বছরের প্রথম ডেঙ্গুরোগীর মৃত্যু, নতুন আক্রান্ত ২৭ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২১, ২০২২

বছরের প্রথম ডেঙ্গুরোগীর মৃত্যু, নতুন আক্রান্ত ২৭ | সময় সংবাদ

 

"বছরের প্রথম ডেঙ্গুরোগীর মৃত্যু, নতুন আক্রান্ত ২৭ | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক 


এ বছর প্রথমবারের মতো এক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকাতেই ২৭ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২৭ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরে সারাদেশে নতুন কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে সারাদেশে সর্বমোট ১১০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে চারজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।


এবছর ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৮০৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯৭ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here