ভোজ্যতেলে ভ্যাট সুবিধা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ০৩, ২০২২

ভোজ্যতেলে ভ্যাট সুবিধা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল | সময় সংবাদ

 

"ভোজ্যতেলে ভ্যাট সুবিধা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক 


ভোজ্যতেলের (সয়াবিন ও পাম অয়েল) দাম সহনীয় পর্যায়ে রাখতে মূল্য সংযোজন কর বা ভ্যাটে বিদ্যমান সুবিধার মেয়াদ আরো ৩ মাস বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। ভোজ্যতেলে বিদ্যমান ভ্যাট সুবিধার মেয়াদ ৩০ জুন পর্যন্ত ছিল।


রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানিয়েছে। 


প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের দাম বৃদ্ধি অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে এ সুবিধার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।


এর ফলে বাজারে ভোজ্যতেলের দাম সহনীয় হবে এবং ভোক্তা ন্যায্য দামে কিনে খেতে পারবেন বলে আশা করছে এনবিআর।


বর্তমানে ভোজ্যতেলে শুধু আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। উৎপাদন ও সরবরাহ পর্যায়ে কোনো ভ্যাট নেই। এই দুই স্তরে মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে মার্চে প্রজ্ঞাপন জারি করা হয়। এখন নতুন করে বর্তমান সুবিধার মেয়াদ তিন মাস বাড়ানো হলো।




Post Top Ad

Responsive Ads Here