করোনা বাড়লে বন্ধ হতে পারে ক্লাস | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ০৩, ২০২২

করোনা বাড়লে বন্ধ হতে পারে ক্লাস | সময় সংবাদ

 

"করোনা বাড়লে বন্ধ হতে পারে ক্লাস | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক


করোনাভাইরাসের চতুর্থ ঢেউয়ে প্রবেশ করেছে দেশ। বাড়ছে সংক্রমণ। এটি আরো ঊর্ধ্বমুখী হলে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধের বিষয়ে ভাবছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ঈদুল আজহার কারণে স্কুল-কলেজ পর্যায়ে ছুটি হয়েছে। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি বেশি খারাপ হলে শিক্ষার্থীদের ক্লাসে না ফিরিয়ে আবারো অনলাইনে পাঠ কার্যক্রম শুরু হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতি ও জাতীয় টেকনিক্যাল কমিটির সুপারিশের ওপর।

অন্যদিকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাসের বদলে অনলাইনে ক্লাস কার্যক্রম প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তাদের স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস কার্যক্রম আবারো অনলাইনে শুরু করেছে।


আরো পড়ুন> ৫৩ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন


এ বিষয়ে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ড. মো. মিজানুর রহমান বলেন, করোনা সংক্রমণ বাড়ার বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। শুধু এক সপ্তাহের জন্য স্নাতকোত্তর পর্যায়ে যে ক্লাস চলবে তা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকিটা ঈদের পর সিদ্ধান্ত নেয়া হবে। কারণ ঈদের জন্য এরইমধ্যে বুয়েটের প্রকৌশল বিভাগ ছুটিতে গেছে।


এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান (চলতি দায়িত্ব) প্রফেসর দিল আফরোজা বেগম বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সংক্রমণ বাড়লে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনে সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।




Post Top Ad

Responsive Ads Here