জাজিরা টোল প্লাজার সামনে বাসের ধাক্কায় মাইক্রো উল্টে নিহত ১, আহত ১৫ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ০২, ২০২২

জাজিরা টোল প্লাজার সামনে বাসের ধাক্কায় মাইক্রো উল্টে নিহত ১, আহত ১৫ | সময় সংবাদ

 

"জাজিরা টোল প্লাজার সামনে বাসের ধাক্কায় মাইক্রো উল্টে নিহত ১, আহত ১৫ | সময় সংবাদ"

শরীয়তপুর প্রতিনিধি 


শরীয়তপুরের জাজিরার পদ্মাসেতুর টোল প্লাজার সামনের সড়কে বাসের ধাক্কায় মাইক্রোবাস উল্টে মাইক্রোবাসের এক আরোহী নিহত হয়েছেন। টোল প্লাজার জাজিরা অংশের প্রায় দেড়শ মিটার দূরে এক্সপ্রেসওয়েতে শনিবার বিকেল পৌন ৩টায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতের নাম আব্দুল হক মোল্লা (৬০)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের চাগাইয়া গ্রামের তিতা মিয়ার ছেলে।

 

শিবচর হাইওয়ে পুলিশ, পদ্মা দক্ষিণ থানা পুলিশ দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ও নাওডোবা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়েছে।


পুলিশ ও মাইক্রোবাসের অন্যান্য আরোহী বলেন, শনিবার কিশোরগঞ্জ আগানগর ইউনিয়নের ৮০ জন বাসিন্দা সাতটি মাইক্রোবাস নিয়ে পদ্মাসেতু দেখতে আসেন। সকালে সেতু পাড় হয়ে তারা ভাঙ্গা যান। পরে ভাঙ্গা থেকে এলাকায় যাওয়ার পথে পদ্মাসেতুর জাজিরা অংশের এক্সপ্রেসওয়েতে পৌঁছালে কুয়াকাটা থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাস উল্টে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল হক নামে একজন মারা যান, আহত হন অন্তত ১৫ জন।


পদ্মা দক্ষিণ থানার তদন্ত ওসি মো. সুজন হক বলেন, নিহত আব্দুল হক মোল্লা মাইক্রোবাসের আরোহী ছিলেন। বাস ধাক্কা দিলে তিনি মাইক্রোবাসের ভেতর চাপা পড়েন। তিনি গাড়ির ভেতরেই মারা যান। দুর্ঘটনায় কবলিত বাস ও মাইক্রোবাস উদ্ধার করে থানায় আনা হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here