"১০৪ ডিগ্রি জ্বর নিয়ে শুটিং করেন মিঠু | সময় সংবাদ"
বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমির ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শকনন্দিত। ঈদ আসলেই এ ধারাবাহিকে থাকে চমক। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে তৈরি হয়েছে বিশেষ পর্ব।
ব্যাচেলররা কিভাবে কোরবানির গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটে- এসব চিত্রই তুলে ধরা হবে বিশেষ এ পর্বে। বরাবরের মতো এবার অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা প্রমুখ। আসছে ঈদের দিন রাত ৯টায় প্রকাশ্যে আসবে ‘ব্যাচেলরস কোরবানি’।
শনিবার ‘ব্যাচেলরস কোরবানির শুটিংয়ের স্মৃতিচারণ করে মনিরা মিঠু লিখেছেন, ‘আমার জ্বর তখন ১০৩ কিংবা ১০৪ ডিগ্রি। তারপরও উত্তরা থেকে ধানমন্ডি গিয়ে কাজ শেষ করতে পেরেছিলাম।
গেল ঈদে প্রচার হয়েছে ‘ব্যাচেলরস রমজান’। সেখানে পাশা, কাবিলা, শুভ, হাবু ভাইদের রমজানের নানান কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। রোজার সময় তারা কী করে, কে রোজা রাখে, কে লুকিয়ে খাবার খায়, কে নামাজ পড়ে, কে ফাঁকি দেয়, কে আবার ডেটিংয়ে যায়- এমন চিত্র দর্শককে বিনোদিত করেছে। সেই ধারাবাহিকতায় আসছে ঈদের জন্য নির্মিত হচ্ছে ‘ব্যাচেলরস কোরবানি।’ আগের ধারা বজায় রেখে নতুন কিস্তিতেও থাকছেন মনিরা মিঠু।