রেকর্ড যাত্রার পর বিদায় নিলেন শিয়াতেক। সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ০৪, ২০২২

রেকর্ড যাত্রার পর বিদায় নিলেন শিয়াতেক। সময় সংবাদ

রেকর্ড যাত্রার পর বিদায় নিলেন শিয়াতেক। সময় সংবাদ 
 

খেলাধুলা ডেস্ক:

এক, দুই বা তিন নয়, টানা ৩৭ ম্যাচ জিতে টেনিসের ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন ইগা শিয়াতেক।


 কিন্তু ৩৮তম ম্যাচে এসে হারের স্বাদ পেয়েছেন পোলিশ এই তারকা। উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ৩৭তম বাছাই আলিজি কহনের কাছে হেরে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই শিয়াতেক। সরাসরি সেটে জিতে চতুর্থ রাউন্ডে পা রেখেছেন কহনে। শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে ইগা শিয়াতেককে ৬-৪, ৬-২ গেমে হারান আলিজি কহনে। দুর্দান্ত জয় উপহার দেওয়া শিয়াতেক ৩৭ ম্যাচ পর হারলেন। এর আগে সবশেষ হেরেছিলেন হত ফেব্রুয়ারিতে। এরপর  জিতেছেন ফ্রেঞ্চ ওপেনসহ ছয়টি শিরোপা। ভেঙেছেন সেরেনা উইলিয়ামসের গড়া টানা ৩৫ ম্যাচ জয়ের রেকর্ড। তবে তৃতীয় রাউন্ডে তার এমন হার অঘটনের জন্ম দিল। একই রাউন্ড থেকে বাদ পড়েছেন ফ্রেঞ্চ ওপেনের রানার আপ কোকো গফ। চতুর্থ রাউন্ডে উঠেছেন অ্যামান্ডা অ্যানিসিমোভা। 




Post Top Ad

Responsive Ads Here