
"ছুরিকাঘাতে প্রাণ গেল স্টেশনের ওয়েম্যানের | সময় সংবাদ"
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে গভীর রাতে সোহেল রানা নামের এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত সোহেল রানা রাজশাহী রেলওয়ে স্টেশনে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার পর বেল্লালপাড়ার একটি মাঠে তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। সোহেল রানার পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
