গরু আনতে গিয়ে নিখোঁজ, একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৬, ২০২২

গরু আনতে গিয়ে নিখোঁজ, একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার | সময় সংবাদ

 

"গরু আনতে গিয়ে নিখোঁজ, একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার | সময় সংবাদ"

বরিশাল প্রতিনিধি


বরিশালের বাকেরগঞ্জে চরে গরু আনতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার নলুয়া ইউনিয়নের চরগজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


রোববার সন্ধ্যায় নিখোঁজের পর রাত সাড়ে ১০টার দিকে একজনের লাশ উদ্ধার হলেও বাকি দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে সোমবার।

 

নিহতরা হলেন- আলো বেগম (৬০), তার জা মাজেদা বেগম (৬৫) ও মাজেদার নাতি মারিয়া আক্তার (১১)।


জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে আমরখালী চরে গরু আনতে গিয়ে তারা নিখোঁজ হন। খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১০টার দিকে আলো বেগমকে পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। বাকিদের খুঁজে না পেয়ে বাকেরগঞ্জ থানায় জানানো হয়। পরে পুলিশ গিয়ে চর থেকে সোমবার ভোরে মাজেদা বেগম ও মারিয়া আক্তারের লাশ উদ্ধার করে।


বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, গরু আনতে গিয়ে তারা পানিতে ডুবে মারা যান। এ ঘটনায় লাশ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





Post Top Ad

Responsive Ads Here