আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি এতে কার কী: শ্রুতি | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ০২, ২০২২

আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি এতে কার কী: শ্রুতি | সময় সংবাদ

 

"আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি এতে কার কী: শ্রুতি | সময় সংবাদ"

বিনোদন ডেস্ক


মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারি। নিজেকে সুন্দর দেখাতে মানুষ কিনা করে। আর কেউ যদি গ্ল্যামার দুনিয়ার মানুষ হন তাহলে তিনি তো নিজের সৌন্দর্য নিয়ে আরো বেশি সচেতন। পর্দায় নিজেকে আরো সুন্দর করে মেলে ধরতে তারা সাধারণের থেকেও কয়েক ধাপ এগিয়ে।


এমনকি প্লাস্টিক সার্জারি করে নিজের মুখের নকশা পর্যন্ত বদলে ফেলেছেন অনেক তারকা অভিনেত্রী। সেই দলে নাম লিখিয়েছেন গ্ল্যামারকন্যা শ্রুতি হাসানও। করেছেন প্লাস্টিক সার্জারি।


দু’বছর আগে নাক ও ঠোঁটে প্লাস্টিক সার্জারি করান শ্রুতি। সে সময় থেকে এ অভিনেত্রীকে বেশ কটাক্ষের শিকার হতে হয়েছে। এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, আমি মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছি, এ কথা স্বীকার করতে লজ্জা পাই না। সার্জারি করিয়ে আমি খুশি। আমি দেহ ও মনের গতিবিধির স্বাচ্ছন্দ্য পছন্দ করি।


শ্রুতির মতে, কারো যদি ইচ্ছা করে নিজেকে বেশি ভালোবাসবেন অথবা যেমন আছেন তেমনই থাকবেন- এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ইচ্ছা। আমার জীবন, আমার মুখ, আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি- এতে কার কী বলার থাকতে পারে।


কটাক্ষকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালোবাসা ছড়িয়ে দিন, কুৎসা নয়। আমি প্রতিদিন নিজেকে ভালোবাসতে শিখছি। কারণ, আমার জীবনের সবচেয়ে বড় প্রেমের গল্পটি নিজের সঙ্গেই। আশা করি, আপনাদেরও তা-ই হবে।





Post Top Ad

Responsive Ads Here