যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত মাহমুদউল্লাহ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ০২, ২০২২

যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত মাহমুদউল্লাহ | সময় সংবাদ

 

"যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত মাহমুদউল্লাহ | সময় সংবাদ"

ক্রীড়া প্রতিবেদক


আজ রাতে ডমিনিকার উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করছে বাংলাদেশ। সিরিজ জয়ের জন্য মাঠে নামবে দল, এমনটাই বললেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজে যেকোন চ্যালেঞ্জ নিতে তার দল প্রস্তুত বলে জানান তিনি।


টি-২০তে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ১টিতে জয় টাইগারদের। গত মার্চে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো বাংলাদেশ। ঐ সিরিজের জয়টিই, সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে একমাত্র।


তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। সিরিজে ভালো করতে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলাতেও প্রস্তুত তারা। বিশ্বকাপের প্রস্তুতি এখান থেকেই শুরুর কথা বললেন তিনি, ‘এখান থেকেই আমাদের প্রস্তুতি শুরু হবে। টি-২০ খুব অল্প সময়ের। আপনাকে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিতে নিতে হবে। সেই সঙ্গে নিজেদের দক্ষতা প্রমাণ করতে হবে। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই এগোচ্ছি। আমরা নির্ভিক ক্রিকেট খেলতে চাই। যে চ্যালেঞ্জই আসুক আমরা মোকাবেলা করতে চাই। দল হিসেবেই আমাদের জন্য এটা সিরিজ জয়ের সুযোগ, বাংলাদেশের জন্য জেতার সুযোগ।’


ঘরের মাঠে ফেভারিট হলেও বিদেশের মাটিতে নিজেদের শক্তভাবে মেলে ধলতে পারে না বাংলাদেশ। তাই বিদেশের মাটিতে ভালো করতে চান মাহমুদুল্লাহ। তিনি বলেন, হোম কন্ডিশনে আমরা অনেক বেশি ধারাবাহিক। অ্যাওয়ে ম্যাচে উন্নতির ঘাটতি এখনও আছে। এখানে আরো ভালো হতে হবে, এটা আমি স্বীকার করি। বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা এখনও তরুণ-অনভিজ্ঞ। তাদেরকে সময় দিতে হবে। বিশ্বকাপের আগে আমরা আরো ১০-১২টি ম্যাচ খেলবো। নতুনরা সুযোগ কাজে লাগাতে পারলে, তাদের জন্যই ভালো হবে, দলের জন্যও ভালো হবে।


পবিত্র হজ্বের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই দলের সেরা মিডল অডার্র ব্যাটার মুশফিকুর রহিম। মুশফিকের বিকল্প হিসেবে খেলোয়াড়ের জন্য বড় সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, মুশফিক আমাদের অভিজ্ঞ ক্যাম্পেইনার। তবে এটা ঠিক, তার জায়গা পূরণ করার ভালো একটা সুযোগ। তার জায়গায় যে সুযোগ পাবে, তার জন্য এটা অনেক ভালো সুযোগ।


তিনি আরো বলেন, সাকিব, লিটন, আফিফ, সোহান, মোসাদ্দেক ও আমি আছি। শেখ মাহেদি আছে। আমি মনে করি আমাদের ব্যাটিংয়ের গভীরতা ভালো। আমাদের বোলিং আক্রমণও খুব ভালো, বৈচিত্র্য আছে। আশা করি অনেক চ্যালেঞ্জিং সিরিজ হবে।


ওপেনিং হিসেবে দেখা যেতে পারে দুই তরুণ মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়কে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে মোহাম্মদ নাইমের সঙ্গে ওপেনার ছিলেন মুনিম। এবার দলে নাইম নেই। সর্বশেষ ডিপিএলে ওপেনার হিসেবে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন বিজয়। ওপেনার হিসেবে  প্রথম টি-২০তে দেখা যেতে পারে তাকে।


মাহমুদউল্লাহ বলেন, মুনিম এখনো দলে নতুন। বিজয় অনেকদিন পর মাত্র এলো। তাদেরকে ভালো সময় দিতে হবে। তারা যেন নিশ্চিন্তে খেলতে পারে এই নিশ্চয়তা দেওয়া টিম ম্যানেজমেন্ট ও আমার দায়িত্ব। সঠিকভাবে যেন সুযোগ পায়। এটা নিশ্চিত করা জরুরি। আমার তরফ থেকে আমি এটা চেষ্টা করবো। ঠিকভাবে সুযোগ পেয়ে যেন নিজেদের খেলাটা খেলতে পারে। আশা করি তারা সুযোগ পাবে ও ভালো করবে।


সেন্ট লুসিয়া থেকে ডমিনিকায় এসে ঠিক-ঠাক নিজেদের অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারনে অনুশীলনে ঘাম ঝড়াতে পারেনি তারা। অনুশীলন না হওয়ায় দলকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছেন মাহমুদউল্লাহ, ‘আজ বৃষ্টি হয়েছে, তাই অনুশীলনের সুযোগ হয়নি। সেন্ট লুসিয়ায় অনুশীলনে ফুটবল খেলা ও ৪০ মিনিটের ফিল্ডিং সেশন করেছি। আমি ছেলেদের বলেছি- খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত থাকলে, ভালো করার সুযোগ থাকবে।’




Post Top Ad

Responsive Ads Here