সাদা বলের ক্রিকেটে মনোযোগী হচ্ছেন বাটলার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ০২, ২০২২

সাদা বলের ক্রিকেটে মনোযোগী হচ্ছেন বাটলার | সময় সংবাদ

 

"সাদা বলের ক্রিকেটে মনোযোগী হচ্ছেন বাটলার | সময় সংবাদ"

স্পোর্টস ডেস্ক 


টেস্টের চিন্তা বাদ দিয়ে সাদা বলের ক্রিকেটে মনোযোগী হচ্ছেন ইংল্যান্ড ওয়ানডে ও টি-২০ দলের ইংল্যান্ডের নতুন অধিনায়ক জস বাটলার। নিজের টেস্ট ক্যারিয়ার ঝুলে গেছে স্বীকার করে তিনি বলেন, টেস্ট নিয়ে আমি ভাবছি না। আমি এখন সীমিত ওভারে মনোযোগ দিচ্ছি।


ওয়ানডে ও টি-২০তে ইংল্যান্ডের সফল অধিনায়ক ইয়ন মরগান সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার নেতৃত্বে প্রথমবারের মত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিলো ইংল্যান্ড। মরগানের জায়গায় সাদা বলে দুই ফরম্যাটে অধিনায়ক হয়েছেন বাটলার।

 

মরগানের ডেপুটি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন বিধ্বংসী ব্যাটার ৩১ বছর বয়সী বাটলার। সাদা বলের ক্রিকেটে মনোযোগী হতে ২০১৫ সাল থেকে টেস্ট ক্যারিয়ারকে অনেকটাই গুটিয়ে রেখেছিলেন মরগান।


বিশ্বকাপ জয়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তারকা ক্রিকেটার, আন্তজার্তিক ক্রিকেটে সীমিত ওভারের দুর্দান্ত রান স্কোরার বাটলার। ১৫১ ওয়ানডেতে ১০টি সেঞ্চুরিতে ৪১২০ রান রয়েছে তার।


তবে টেস্ট ফরম্যাটে খুব বেশি সফল নন বাটলার। ৫৭ ম্যাচে মাত্র ২টি সেঞ্চুরি রয়েছে তার। তাই এডজবাস্টনে চলমান ভারত-ইংল্যান্ড টেস্টে সুযোগ হয়নি এই ব্যাটারের।


তারপরও টেস্টে ওপেনার জ্যাক ক্রলির জায়গায় ও মিডল অর্ডারে বাটলারকে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিলো। বর্তমানে টেস্ট দলের অধিনায়কত্বে আছেন অলরাউন্ডার বেন স্টোকস।


তবে মরগানের মত টেস্ট ক্যারিয়ার গুটিয়ে নিতে পারেননি বাটলার। শুক্রবার এডজবাস্টনে বিবিসিকে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, আমি ভেবেছিলাম কেউ ভুল লিখেছে। আমার মনে হয় না, আমার খুব বেশি যোগ্যতা আছে (টেস্টে ওপেনার)।’


গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন বাটলার। সেখানে রাজস্থানের কোচিং প্যানেলে ছিলেন শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তাকে নিয়ে বাটলার বলেন, ‘এটা ছিলো কুমার, ঠিক তাই-না? হয়তো সে শুধুমাত্র রাজস্থানের ওপেনারদের উদ্বুদ্ধ করেছিলেন।’


তিনি আরো বলেন, আমি এখন টেস্ট দল দেখা উপভোগ করছি। এই মুহূর্তে আমার চিন্তায় লাল বল নেই।


এই জুলাইয়েই ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ফরম্যাট মিলিয়ে ১২টি ওয়ানডে ও টি-২০ ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন বাটলার। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-৩০ বিশ্বকাপ হবে বাটলারের প্রথম বড় কোন টুনার্মেন্ট। আর পরের বছর ভারতের মাটিতে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামবে ইংল্যান্ড।


বাটলারকে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছেন ইংল্যান্ডের নতুন ডিরেক্টর রব কি। ইতোমধ্যে বেন স্টোকসকে টেস্ট দলের অধিনায়ক ও নতুন কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালামকে নিয়োগ দিয়েছেন তিনি।  


নিজেদের প্রথম সিরিজেই বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে স্টোকস-ম্যাককালাম জুটি। সাদা বলে ইংল্যান্ডের নতুন কোচ ম্যাথু মটও জয় দিয়ে যাত্রা শুরু করেছেন। গত মাসে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো ইংল্যান্ড।







Post Top Ad

Responsive Ads Here