গ্রামীণফোনে সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ০২, ২০২২

গ্রামীণফোনে সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা | সময় সংবাদ

 

"গ্রামীণফোনে সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা | সময় সংবাদ"

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক


রিচার্জের সর্বনিম্ন সীমা বাড়িয়েছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। এখন থেকে এ অপারেটরের গ্রাহকদের সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে হবে।


আগে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত। গ্রাহকদের এসএমএস দিয়ে বিষয়টি জানিয়ে দিচ্ছে গ্রামীণফোন।


গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান বলেন, আমাদের বিভিন্ন প্রোডাক্টের সুবিধা সরলীকরণ করার অংশ হিসেবে ফ্লেক্সিলোডের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২০ টাকার কমে সুলভ মূল্যে ১৪ ও ১৬ টাকার মিনিট প্যাকগুলো এবং সব রিচার্জ কার্ডগুলো আগের মতোই চালু থাকবে।


২১ টাকা রিচার্জে দুইদিন এবং ২৯ টাকা রিয়াচার্জে তিনদিন মেয়াদে যেকোনো লোকাল নম্বরে গ্রাহকরা বিশেষ কলরেট সুবিধা পাবেন বলেও জানান হাসান।


বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, দেশে এখন ১৮ কোটি ৪২ লাখ সক্রিয় সিম রয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের সিম সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার। গ্রাহক সংখ্যা, রাজস্ব ও মুনাফার দিক দিয়ে গ্রামীণফোন বাংলাদেশের শীর্ষ অপারেটর। সেবার মান সন্তোষজনক নয় উল্লেখ করে গত সপ্তাহে গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে সংস্থাটি।


এ বিষয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেছিলেন, সেবার মান নিয়ে প্রশ্ন থাকায় অনির্দিষ্টকালের জন্য গ্রামীণফোনের সিম বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সিম বিক্রি করতে পারবে না গ্রামীণফোন। 


বিটিআরসির সিদ্ধান্ত নিয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষ এক বিবৃতিতে দাবি করেছে, গ্রামীণফোন বিটিআরসি ও আন্তর্জাতিক সংস্থা আইটিইউর সেবার মানদণ্ড অনুসরণ করার পাশাপাশি সেবা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মানদণ্ড থেকেও এগিয়ে আছে। ধারাবাহিকভাবে নেটওয়ার্ক ও সেবার মানোন্নয়নে তারা বিটিআরসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং নেটওয়ার্ক আধুনিকীকরণে নানা পদক্ষেপ নিয়েছে।




Post Top Ad

Responsive Ads Here