পাটজাত পণ্য রফতানিতে প্রণোদনা দেবে সরকার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৬, ২০২২

পাটজাত পণ্য রফতানিতে প্রণোদনা দেবে সরকার | সময় সংবাদ

 

"পাটজাত পণ্য রফতানিতে প্রণোদনা দেবে সরকার | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক  


খাদ্যপণ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয় এমন পাটজাত পণ্য রফতানি কর‌লে প্রণোদনা দেওয়া হবে। এছাড়া পাট দিয়ে তৈরি ফুড গ্রেড ব্যাগ, ক্লথ (কাপড়), ইয়ার্ন (সুতা), টোয়াইন (শক্ত সুতা বা দড়ি) ও বৈচিত্র্যময় পাটজাত পণ্য রফতানিতে প্রণোদনা দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এসব পণ্যে ন্যূনতম ৫০ শতাংশ মূল্যমানের পাটের ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে।


মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হেসিয়ান, সেকিং, সিবিসি, ছয় কাউন্ট ও তদূর্ধ্ব পাট সুতা ছাড়া ফুড গ্রেড ব্যাগ, কাপড়, সুতা ও টোয়াইন রফতানিতে প্রণোদনা মিলবে।


২০১৯ সালের ২২ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নির্দিষ্ট পাটজাত পণ্যে রফতানিতে ২০ শতাংশ ভর্তুকি ঘোষণা করা হয়। একই হারে এসব পাটজাত পণ্য রফতানিতে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলেও নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে।





Post Top Ad

Responsive Ads Here