বৈরী আবহাওয়ায় ভোলার অভ্যন্তরীণ রুটে নৌ যান চলাচল বন্ধ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২০, ২০২২

বৈরী আবহাওয়ায় ভোলার অভ্যন্তরীণ রুটে নৌ যান চলাচল বন্ধ | সময় সংবাদ

বৈরী আবহাওয়ায় ভোলার অভ্যন্তরীণ রুটে নৌ যান চলাচল বন্ধ  | সময় সংবাদ 
ভোলা প্রতিনিধি 


 ভোলায় বৈরী আবহাওয়ার কারণে জেলার অভ্যন্তরীণ সকল রুটে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের ছোট আকারের সকল নৌ যান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 


 শুক্রবার বিকালে তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা নদী। এতে নৌ বন্দরে ২ নং সতর্কতা সংকেত থাকায় বিকালের দিকে ভোলার অভ্যন্তরীণ সকল রুটে নৌ যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে নদী উত্তাল থাকায় জেলার সাত উপজেলার জেলেরা নৌকা ও ট্রলার নিয়ে তীরে ফিরতে শুরু করেছেন। অন্যদিকে শুক্রবার সকাল থেকে ভোলায় হালকা থেকে মাঝারি আকারে ঝড়-বাতাস বইছে। এছাড়াও একটু পরপর হালকা বৃষ্টি হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here