আলফাডাঙ্গায় ফুটবল খেলায় হাজার হাজার দর্শকের ভীড় | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১৩, ২০২২

আলফাডাঙ্গায় ফুটবল খেলায় হাজার হাজার দর্শকের ভীড় | সময় সংবাদ

আলফাডাঙ্গায় ফুটবল খেলায় হাজার হাজার দর্শকের ভীড় | সময় সংবাদ


আলফাডাঙ্গা প্রতিনিধিঃ 

একটা সময় ছিলো যখন ফুটবল খেলা দেখতে মাঠে হাজার হাজার দর্শক উপস্থিত হতো। ফুটবলের সেই সোনালী দিন এখন আর নেই। ক্রিকেটের প্রভাবের কাছে প্রায় হারিয়ে যাওয়া ফুটবলের সেই সোনালী দিনের আবহ দেখা গেলো ফরিদপুরের আলফাডাঙ্গা ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ম্যাচে।


আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৮ দলীয় এ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা দেখতে শুক্রবার (১২ আগস্ট) বিকালে উপস্থিত হন কয়েক হাজার দর্শক।


জমজমাট এ খেলায় ফরিদপুরের সালথা উপজেলা ফুটবল একাদশ বনাম মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা ফুটবল একাদশ অংশ নেন। নির্ধারিত সময়সীমা শেষে ১-০ গোলে এগিয়ে থেকে সালথা উপজেলা ফুটবল একাদশ জয়লাভ করেন।


এদিকে ফাইনাল খেলা দেখতে দুপুর থেকে দলে দলে মাঠে আসতে থাকেন দর্শকরা। একপর্যায়ে কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে স্কুল খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।


খেলায় আলফাডাঙ্গা ক্লাবের সভাপতি ওমর আলীর সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হারিচুর রহমান সোহান।


এসময় অন্যদের মধ্যে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিচুর রহমান খান ঠাকুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল প্রমুখ উপস্থিত ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here