ফরিদপুর পৌরসভায় ডিজিটাল পদ্ধতিতে পৌরকর কার্যক্রমের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১২, ২০২২

ফরিদপুর পৌরসভায় ডিজিটাল পদ্ধতিতে পৌরকর কার্যক্রমের উদ্বোধন



সঞ্জিব দাস, ফরিদপুর : 
বাংলাদেশে প্রথম পৌর এলাকায় ডিজিটাল পদ্ধতিতে পৌর করসহ সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ড থেকে পরীক্ষামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরমেয়র অমিতাভ বোস। 


এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় ২৫নং ওয়ার্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংরক্ষিত মহিলা কাউন্সিলর চামেলী আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, পৌর সচিব তানজিলুর রহমান, কাউন্সিলর আব্দুল হক।


পরে ডিজিটাল পদ্ধতিতে পৌরকর, নাগরিক সনদ, পানির বিল, জন্মসনদসহ নাগরিকদের সকল সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র অমিতাভ বোস। পরে স্থানীয় কয়েকজন তাৎক্ষনিকভাবে ডিজিটাল পদ্ধতিতে পৌরকর পরিশোধ করেন। ডিজিটাল পদ্ধতির উদ্বোধনের পর এখন থেকে আর কোন নাগরিক নিজেদের মোবাইল ফোন থেকেই সকল সুবিধা নিতে পারবেন। পর্যায়ক্রমে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডেই এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। 

Post Top Ad

Responsive Ads Here