ঝিনাইদহে নতুন বাড়ি নির্মান নিয়ে দুই পরিবারের মারামারি,আহত-১২ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৯, ২০২২

ঝিনাইদহে নতুন বাড়ি নির্মান নিয়ে দুই পরিবারের মারামারি,আহত-১২ | সময় সংবাদ

ঝিনাইদহে নতুন বাড়ি নির্মান নিয়ে দুই পরিবারের মারামারি,আহত-১২ | সময় সংবাদ


হাসানুর রহমান ,ঝিনাইদহ:

ঝিনাইদহের কাশিমপুর গ্রামে নতুন বাড়ি তৈরি নিয়ে দ্বন্দের জেরে দুই ভাইয়ের পরিবারের মারামারিতে অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাশেদ হোসেন, রাসেল হোসেন, নুর ইসলাম, সোহরাব, দুলালসহ ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা গেছে, বেশ কিছুদিন ধরেই সদর উপজেলার কাশিমপুর গ্রামে পৈত্রিক জমিতে নতুন বাড়ি নির্মানের চেষ্টা করছেন রাশেদ হোসেন। আর তাতে বাধা দেন বড় ভাই রাসেল হোসেন। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বুধবার রাতে বাগবিতন্ডার একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। সেসময় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।


বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, সেসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। তাদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাসপাতালে আসা আহতদের মধ্যে সোহরাব ও নুর ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here