সঞ্জিব দাস, ফরিদপুর :
ফরিদপুরের শীতের তীব্রতা বেশি থাকায় মধ্যরাতে পুলিশ সুপার মোঃ শাহজাহান অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। শহরের নতুন বাস স্ট্যান্ড, পুরাতন বাস স্ট্যান্ডসহ বিভিন্ন খোলা জায়গায় ঘুমিয়ে থাকা অসহায় এই সব মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি।
শনিবার মধ্যরাতে কয়েকশো অসহায় দুস্থদের এই সহযোগিতা করেন তিনি।
কম্বল বিতরণ কালে পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম-সেবা) ছাড়াও তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর, ওসি (অপারেশন) আব্দুল গফফার, ডিবির অফিসার ইনচার্জ মামুনুর রশিদ সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য জেলা পুলিশের পক্ষ থেকে শীতের সময় অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে শীতের শুরু থেকেই।