ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে ৫১ তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, ফরিদপুর অঞ্চল মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান প্রমূখ।
ক্রীড়া প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।