ফরিদপুর জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ১২, ২০২৩

ফরিদপুর জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা



ফরিদপুর প্রতিনিধি : 

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


আজ বিকেল সাড়ে চারটায় ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ থেকে ইমাম উদ্দিন স্কয়ার পর্যন্ত ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ চৌধুরী রিহান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ এর নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে ইমাম উদ্দীন স্কয়ারে এসে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  


জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ চৌধুরী রিহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য বিপুল ঘোষ। 


জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, জেলা শ্রমিকলীগের সভাপতি আক্কাস হোসেন। 


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জী, সহ-সভাপতি বিকাশ দত্ত, সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্কসহ ফরিদপুরের বিভিন্ন উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ। 


সভায় প্রধান অতিথি বিপুল ঘোষ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। বাংলাদেশের ইতিহাসে সকল আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ছাত্রলীগ নিরলস ভাবে কাজ করে যাবে এবং যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের রাজপথে থেকে প্রতিহত করবে। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের সামনের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি এ সময় ফরিদপুরের ধলার মোড়ে রাতের আঁধারে বালি কাটা বেকু জব্দের আহ্বান জানান প্রশাসনের কাছে। 


পরে প্রধান অতিথি সহ সকলে মিলে বিশাল কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। 

Post Top Ad

Responsive Ads Here