![]() |
কমেছে কাঁচা মরিচের দাম |
সময় সংবাদ ডেস্ক:
সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে ৩০ টাকা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ ৭০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন সেই মরিচ কেজিতে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
রোববার হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
কাঁচা মরিচ বিক্রেতা মালেক মিয়া বলেন, বগুড়া, পঞ্চগড়, ডোমার, নীলফামারীসহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের আবাদ বেড়েছে। যার ফলে বাজারে সরবরাহও বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন কেজিতে ১০ টাকা করে কমছে।
এক ক্রেতা বলেন, কাঁচা মরিচের দাম অনেকটাই কম। সামনে রমজান মাস যার জন্য বেশি করে কিনলাম। রমজানেও এমন দাম থাকলে সবার জন্য ভালো হয়।