ফরিদপুরে জাতির পিতা ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ কাজের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ২০, ২০২৩

ফরিদপুরে জাতির পিতা ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ কাজের উদ্বোধন

 


ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরের উদ্বোধন হয়েছে অম্বিকা ময়দানে জাতির পিতা ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ কাজের।



সোমবার সকাল ১১ টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। 



এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরে পুলিশ সুপার মোঃ শাজাহান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শাহিদুজ্জামান খান, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম এ জলিল প্রমূখ। 




এ বিষয়ে এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ শাহিদুজ্জামান খান জানান, ফরিদপুরে জাতির পিতা ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ কাজের প্রাকল্পিত মূল্য প্রায় ৯২ লক্ষ টাকা। কাজটি কমপ্লিট করতে হবে ৩০শে জুন ২০২৩ সালের মধ্য। তিনি বলেন, এই কাজটি সফলভাবে সম্পন্ন হলে ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল হলে জাতীয় অনুষ্ঠানগুলোতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ সুন্দরভাবে সম্পন্ন হবে।‌


Post Top Ad

Responsive Ads Here