ফরিদপুরে বিএমএ এর পক্ষ থেকে ৮০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ১৯, ২০২৩

ফরিদপুরে বিএমএ এর পক্ষ থেকে ৮০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ



ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে বিএমএ এর পক্ষ থেকে ৮০০ অসহায়, দুঃস্থ ও গরিব মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ সকাল ১১টায় শহরের বিএমএ ভবনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর বিএমএ এর সভাপতি ডা: আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ এর ফরিদপুরের সাধারণ সম্পাদক ডা: মাহফুজুর রহমান বুলু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা: গণপতি বিশ্বাস শুভ, ডা: অপূর্ব কান্তি বিশ্বাস, ডা: বিজয় কুমার সাহা, ডা: স্বপন কুমার বিশ্বাস, ডা: মোঃ কামরুল হাসান, ডা: মোঃ তৌরিত রেজা, ডা: এস এম নুর ই আলম প্রমুখ।


এ সময় ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, চিনি, দুধ, সেমাই দেয়া হয়।


এ সময় বক্তারা বলেন, আমরা প্রতিবছর ৮০০ লোক নিয়ে ইফতার পার্টির আয়োজন করতাম। এবার প্রধানমন্ত্রীর নির্দেশে ইফতার পার্টি না করে ৮০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আশা করি এই ঈদ উপহার অসহায় দুঃস্থ গরীব মানুষের প্রয়োজনে ঈদের দিন কাজে লাগবে। 

Post Top Ad

Responsive Ads Here