ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক হাজার মানুষের মাঝে বস্ত্র বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক হাজার মানুষের মাঝে বস্ত্র বিতরণ

 


ফরিদপুর প্রতিনিধি : 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ফরিদপুর পৌরসভার মুন্সি আব্দুর রউফ অডিটোরিয়াম প্রায় এক হাজার  দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। 


ফরিদপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। এসময় বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই এর পরিচালক, টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ।


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাস, বিশিষ্ট ব্যবসায়ী কমলের সাহা, শংকর সাহা প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন মোঃ মিজানুর রহমান কোটন।


এ সময় বক্তারা বলেন, অসহায় দুঃস্থ মানুষের জন্য কিছু করার মতো ভালো কাজ অন্য কিছু হতে পারে না। ঈদকে সামনে রেখে আমরা চেষ্টা করেছি তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। 

Post Top Ad

Responsive Ads Here