চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫

চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

 

চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে এসএসসি/দাখিল জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে জিয়া পরিষদ চরফ্যাশন উপজেলা ও পৌর শাখা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় চরফ্যাশন পৌর শহরের ব্রজ গোপাল টাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দীন আলম বলেন, “আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদেরকে ভালো মানুষ হতে হবে, পরিশ্রমী হতে হবে এবং তথ্য প্রযুক্তি ও আন্তর্জাতিক ভাষা ইংরেজীতে দক্ষ হতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, “বিএনপির শাসন আমলে পরীক্ষায় নকল ছিল না, কিন্তু আওয়ামী লীগ গত ১৫ বছরে শিক্ষাক্ষেত্রে নকল ও দুর্নীতির মাধ্যমে ধ্বংস সাধন করেছে। শেখ হাসিনা ও তার দলের লোকেরা দেশের টাকা লুটপাট করছে।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাৎ হোসেন সায়েদ,জিয়া পরিষদ।


 চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলম শাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন অভিভাবক ও শিক্ষকগণ:চরফ্যাশন সরকারি কলেজের অধ্যাপক নজরুল ইসলাম,জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন,জিয়া পরিষদের পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই।


কৃতি শিক্ষার্থীদের মধ্যে সুমাইয়া রিয়া ও মাহাদী আল ইসলাম মাহিও বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে মোট ১০৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বৃত্তি তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়া পরিষদ চরফ্যাশন পৌর শাখার সভাপতি হারুন অর রশিদ ও যুগ্ম সম্পাদক আজিজুর রহমান। কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here