খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৮, ২০২৫

খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

 

খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন
খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (টিআইবি)।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সচেতন নাগরিক কমিটির সভাপতি বেলা রানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।


তিনি বলেন, “তথ্যই জ্ঞান। তথ্যকে সর্বত্র উন্মুক্ত রাখলে অনিয়ম ও দুর্নীতি হ্রাস পাবে। নাগরিকদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা হলে প্রশাসন আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।”


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রোমানা আক্তার, নবাগত টিআইবি এরিয়া ম্যানেজার নুরুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সনাক সদস্য ও ইয়েস সদস্যবৃন্দ।


তথ্য অধিকার দিবস উপলক্ষে জেলার ১৩টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবির বিদায়ী এরিয়া ম্যানেজার আব্দুর রহমান।


আয়োজকরা জানান, তথ্য অধিকার দিবসের মূল লক্ষ্য হলো নাগরিকদের মধ্যে তথ্য সচেতনতা বৃদ্ধি করা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা।


Post Top Ad

Responsive Ads Here