নামাজের সময় ভাড়ায় না যাওয়ায় ঝিনাইদহে পিতা-পুত্রের ওপর হামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৮, ২০২৫

নামাজের সময় ভাড়ায় না যাওয়ায় ঝিনাইদহে পিতা-পুত্রের ওপর হামলা

 

নামাজের সময় ভাড়ায় না যাওয়ায় ঝিনাইদহে পিতা-পুত্রের ওপর হামলা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে ভাড়ায় যেতে অস্বীকার করায় এক বখাটের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন,বাজিতপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫৫) ও তাঁর ছেলে ইজাজুল ইসলাম (২৫)।


প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য আইয়ুব হোসেন জানান, ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিমুল সন্ধ্যায় গোয়ালপাড়া বাজারে এসে ভ্যানযোগে অন্যত্র যেতে চান। কিন্তু ভ্যানচালক জাহাঙ্গীর ক্লান্ত থাকায় ও নামাজের প্রস্তুতি নিতে চাওয়ায় তিনি ভাড়ায় যেতে অস্বীকার করেন।


এ সময় ক্ষুব্ধ হয়ে শিমুল হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। পিতাকে কুপিয়ে জখম করার দৃশ্য দেখে পাশে থাকা ছেলে ইজাজুল এগিয়ে এসে বাধা দিলে তাকেও এলোপাতাড়ি কোপায় শিমুল।


স্থানীয়দের অভিযোগ, শতাধিক মানুষের উপস্থিতিতেও কেউ এগিয়ে আসেনি। পরে গুরুতর আহত পিতা-পুত্রকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।


সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন বড়ুয়া বলেন, “দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।”


ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) শামসুজ্জোহা বলেন,“ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলাকারী শিমুলকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”


Post Top Ad

Responsive Ads Here