রাঙামাটি বুদ্ধাংকুর বিহারে ২৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৮, ২০২৫

রাঙামাটি বুদ্ধাংকুর বিহারে ২৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

 

রাঙামাটি বুদ্ধাংকুর বিহারে ২৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
রাঙামাটি বুদ্ধাংকুর বিহারে ২৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দানোৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের ২৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব।


মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাঙামাটি শহরের বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই দানোৎসবে শত শত ভক্ত, ধর্মগুরু, সন্ন্যাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।


তিনি শুভ প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন—“প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব আত্মশুদ্ধি, সহনশীলতা ও সংযমের শিক্ষা দেয়। এই মূল্যবোধগুলো সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা রাঙামাটির আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের মূল লক্ষ্য।”


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙামাটি পার্বত্য জেলা জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত, পিএসসি, রাঙামাটি পৌরসভার প্রশাসক মো: মোবারক হোসেন, এবং বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।


অনুষ্ঠানজুড়ে ছিল ধর্মীয় আনুষ্ঠানিকতা, চীবর দান, প্রার্থনা ও শান্তি কামনার আয়োজন। বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণ এদিন বর্ণিল সাজে সেজে ওঠে, যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও সৌহার্দ্যের এক অনন্য আবহ সৃষ্টি করে।



Post Top Ad

Responsive Ads Here