ঝিনাইদহে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৮, ২০২৫

ঝিনাইদহে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী আটক

 

ঝিনাইদহে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী আটক
ঝিনাইদহে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী আটক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের বামনাইল মধ্যপাড়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের সদস্যরা, সদর থানা পুলিশের সহযোগিতায়।


অভিযানে আটক ব্যক্তি হলেন আতাউল (৫০), পিতা গোলাম রব্বানী মণ্ডল। তিনি ওই এলাকার কুখ্যাত সন্ত্রাসী ঘেনার সহযোগী এবং তালিকাভুক্ত চাঁদাবাজ হিসেবে পরিচিত।


অভিযান চলাকালে আতাউলের বাড়ির পাশের একটি শেড ও ঘরের বিভিন্ন স্থান থেকে ১টি ওয়ান শুটার পিস্তল, ২টি রাবার বুলেট, ১টি ককটেল, ১টি ছোট ধারালো কুড়াল এবং ২টি রামদা উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক আতাউলকে ঝিনাইদহ সদর সেনা ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


ঝিনাইদহ সেনা ক্যাম্পের কমান্ডার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর। জনগণের সহযোগিতায় আমরা সমাজ থেকে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কাজ করে যাচ্ছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”


Post Top Ad

Responsive Ads Here