![]() |
পানছড়িতে ইউপিডিএফ আস্তানায় সেনাবাহিনীর অভিযান |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ি জেলার পানছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ অভিযানে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর গোপন আস্তানা তল্লাশি করে। অভিযান থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি সেনা জোনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
সন্ত্রাসীরা সেনার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, তবে তল্লাশিতে নিম্নলিখিত সামগ্রী জব্দ করা হয়:১টি পিস্তল,১টি ম্যাগাজিন,২ রাউন্ড অ্যামোনিশন,১৫টি ব্যানার,২টি ওয়াকিটকি চার্জার,২টি মোবাইল ফোন,ধারালো অস্ত্রসহ অন্যান্য সামগ্রী।
অভিযানের সময় ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীদের সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করেছিল। এটি ইঙ্গিত দেয় যে পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ ও অঙ্গসংগঠনগুলি নির্বাচিত লক্ষ্যবান্ধব নাশকতা চালাচ্ছে এবং কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের তাদের কার্যক্রমে জড়িয়ে রাখার চেষ্টা করছে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশের দিকে অস্ত্র পাচারের সময় কয়েকটি পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী দলের অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।এটি পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র প্রবাহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকিকে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত করে।
বাংলাদেশ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী অবৈধ অস্ত্র বিস্তার রোধ, সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থান গ্রহণ করেছে।সেনাবাহিনী ও স্থানীয় বাহিনী মানবাধিকার রক্ষা এবং জনজীবন সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।