![]() |
আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর রাঙামাটি পুলিশ |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত।
রোববার সকালে রাঙামাটি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে তিন দিনব্যাপী ‘নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালা’-এর উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পাদনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
জেলা পুলিশ সুপার বলেন, “নির্বাচনী দায়িত্ব পালনের সময় প্রত্যেক পুলিশ সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।”
তিনি আরও জানান, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে।ভোটাররা যাতে ভয়মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই পুলিশ বদ্ধপরিকর।