![]() |
বোয়ালমারীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু |
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিষধর সাপের কামড়ে তাসলিমা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।মারা যাওয়া তাসলিমা শেখর ইউনিয়নের চরশেখর গ্রামের আনসার শেখের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এলাকাবাসী জানায়, সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় তাসলিমা বেগম নিজের মুরগির খোপে মুরগি উঠেছে কিনা দেখতে যান। এ সময় খোপের ভিতর লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখান থেকে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, “সোমবার সন্ধ্যার পর সাপে কাটা একটি রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষায় বুঝতে পারি, এটি বিষধর সাপের কামড়। আমরা ভ্যাকসিন দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু রোগীর স্বজনরা ভ্যাকসিন না দিয়ে ফরিদপুর নেওয়ার পথে রওনা দেন। দুর্ভাগ্যবশত, পথেই তার মৃত্যু হয়।”
মঙ্গলবার বাদ জোহর, চরশেখর গ্রামের শেখর কবরস্থানে জানাজা শেষে তাসলিমা বেগমকে দাফন করা হয়।