রাঙামাটির কাপ্তাইয়ে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১২, ২০২৫

রাঙামাটির কাপ্তাইয়ে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন

রাঙামাটির কাপ্তাইয়ে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন
রাঙামাটির কাপ্তাইয়ে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন

 


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় টাইফয়েড প্রতিরোধে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।


রবিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় কাপ্তাইয়ের শিলছড়ি দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।


উদ্বোধনী অনুষ্ঠানে ডা. রুইহ্লা অং মারমা জানান, “সারাদেশের মতো কাপ্তাইয়েও টাইফয়েড প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উপজেলার নয়টি বিদ্যালয়ে নয়টি টিম একযোগে এ কার্যক্রম পরিচালনা করছে।”


তিনি আরও জানান, রবিবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।


প্রতিটি টিমে ২ জন করে স্বাস্থ্যকর্মী ও ৩ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।


এ কার্যক্রমের মাধ্যমে কাপ্তাই উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী মোট ১৫ হাজার ২৪০ জন শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে বলে জানা গেছে।


উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তা কাপ্তাইয়ের বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।



Post Top Ad

Responsive Ads Here