বোয়ালমারীতে টাইফয়েড টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১২, ২০২৫

বোয়ালমারীতে টাইফয়েড টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

বোয়ালমারীতে টাইফয়েড টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন
বোয়ালমারীতে টাইফয়েড টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

 


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

সারাদেশের সঙ্গে একযোগে ফরিদপুরের বোয়ালমারীতে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। শনিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার খরসুতী চন্দ্রকিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক অসিত গুহ।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হাসান জানান, “৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড প্রতিরোধে এই টিকা প্রদান করা হচ্ছে। প্রথম দিন প্রতিটি ইউনিয়নের তিনটি করে মোট ৩০টি কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম চলছে।”


তিনি আরও বলেন, “সরকারের এই উদ্যোগের মাধ্যমে টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা বাড়বে এবং শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে।”


বক্তারা কর্মসূচির সফল বাস্তবায়নে অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।



Post Top Ad

Responsive Ads Here