![]() |
কাপ্তাইয়ে পারিবারিক ও মানসিক দ্বন্দ্বে কিশোরীর আত্মহত্যা |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়নের মুরগির টিলা এলাকায় পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণে সপ্তম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জাকির হোসেন স-মিল এলাকার মুরগির টিলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম খাদিজা আক্তার (১৬)। সে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। পারিবারিক সদস্যরা জানান, খাদিজাকে নিজ ঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা বিষয়টি কাপ্তাই থানা পুলিশকে জানায়।
নিহতের পিতা মো. রুবেল, পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি। তিনি জানান, “মেয়ের ব্যক্তিগত বিষয়ে কিছু পারিবারিক আলোচনা হয়েছিল। আমরা বিয়ের বিষয়ে কথা বলেছিলাম। আমি ও আমার স্ত্রী কাজে বাইরে ছিলাম। ঠিক কীভাবে এমন ঘটনা ঘটলো, বুঝে উঠতে পারছি না।”
তিনি আরও বলেন, “এলাকার কিছু মানুষ মেয়ের বিষয়ে নানা মন্তব্য করায় ওর আত্মসম্মানে আঘাত লেগেছিল বলে ধারণা করছি।”
স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কাপ্তাই থানা পুলিশ তদন্ত করছে—তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
মনস্তাত্ত্বিক চাপ, পারিবারিক দ্বন্দ্ব কিংবা সামাজিক কটুক্তি—কোনোটিই একজন মানুষের জীবনের বিকল্প হতে পারে না। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, শিক্ষক, বা পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা নেওয়া জরুরি।
আত্মহত্যা প্রতিরোধে সহায়তা পেতে যোগাযোগ করুন জাতীয় মানসিক স্বাস্থ্য সহায়তা হেল্পলাইন “কথোপকথন” — ১৩২৩ (২৪ ঘণ্টা চালু)।