ভোলায় কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১২, ২০২৫

ভোলায় কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

 

ভোলায় কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ
ভোলায় কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

গিয়াস উদ্দিন, ভোলা:

ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কোস্টগার্ডের এক সদস্যের বিরুদ্ধে।


শনিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে ইলিশা ফেরিঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগীরা হলেন গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক অনিক আহমেদ এবং এশিয়ান টিভির সাংবাদিক মহিউদ্দিন।


প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সংগ্রহের এক পর্যায়ে কোস্টগার্ডের ওই সদস্য সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে উপস্থিত অন্য সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।


এ ঘটনার পর ভোলার স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা বলেন, “সাংবাদিকদের ওপর এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার পরিপন্থী। দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”


এদিকে ভোলা প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।



Post Top Ad

Responsive Ads Here