রাঙামাটিতে সেনা অভিযানে ইউপিডিএফের পোস্ট কমান্ডার ও সহযোগী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১২, ২০২৫

রাঙামাটিতে সেনা অভিযানে ইউপিডিএফের পোস্ট কমান্ডার ও সহযোগী আটক

রাঙামাটিতে সেনা অভিযানে ইউপিডিএফের পোস্ট কমান্ডার ও সহযোগী আটক
রাঙামাটিতে সেনা অভিযানে ইউপিডিএফের পোস্ট কমান্ডার ও সহযোগী আটক



মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বগাছড়ি চেকপোস্ট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে।


শনিবার (১১ অক্টোবর) বিকেলে সেনাবাহিনী পরিচালিত তল্লাশি অভিযানে তাদের আটক করা হয়।


সেনাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে চলাচলরত যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেল চেকপোস্টের দিকে এগিয়ে আসলে আরোহীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে প্রায় ১৫০ মিটার দূরে গিয়ে দিক পরিবর্তনের চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে সেনা সদস্যরা ধাওয়া করে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে।


আটক ব্যক্তিরা হলেন— ইউপিডিএফের পোস্ট কমান্ডার কার্মা চাকমা এবং তার সহযোগী লেলিন চাকমা।


তল্লাশির সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি সেট, দুটি মোবাইল ফোন এবং দুটি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।


সেনাবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



Post Top Ad

Responsive Ads Here