ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ দুইজন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১২, ২০২৫

ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ দুইজন আটক

ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ দুইজন আটক
ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ দুইজন আটক



ঝিনাইদহ প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনী ঝিনাইদহ ক্যাম্পের একটি দল রবিবার (১২ অক্টোবর) রাত ২টা থেকে ভোর সোয়া ৪টা পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করেছে।


অভিযানে বিষয়খালী গ্রামের লতিফ মিয়ার ছেলে কালু (৪০) এবং সুলতান শেখের ছেলে বাদশা (৪৮) কে আটক করা হয়।


সেনাবাহিনী জানায়, অভিযানের সময় একটি ওয়ান শ্যুটার পিস্তল এবং একটি শটগান উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে কালু স্বীকার করে তার কাছে আরও বিস্ফোরক দ্রব্য রয়েছে। 


এরপর উদ্ধার করা হয়: আরও দুটি শটগান ও অ্যামুনিশন,তিনটি ওয়ান শ্যুটার অ্যামুনিশন.তিনটি হাত বোমা,দুইটি ককটেল।


কালু তার সহযোগী বাদশার সংশ্লিষ্টতা স্বীকার করে। পরে যৌথ বাহিনী বাদশার বাড়িতে অভিযান পরিচালনা করলে তিনি পালানোর চেষ্টা করেন, কিন্তু তাকে ঘিরে ফেলে আটক করা হয়। পরবর্তীতে উভয় আসামিকে থানা পুলিশে হস্তান্তর করা হয়।


ঝিনাইদহ সেনা ক্যাম্প কমান্ডার জানান, “বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে আমরা সমাজ থেকে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কাজ করে যাচ্ছি। এই ধরনের অভিযান এলাকার শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”



Post Top Ad

Responsive Ads Here