সদরপুরে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১২, ২০২৫

সদরপুরে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

সদরপুরে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন
সদরপুরে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন



কবির হোসাইন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। মাসব্যাপী এই বয়সভিত্তিক টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।


রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমিনুর রহমান সরকার।


এই কর্মসূচি বাস্তবায়ন করছে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ)-এর সহযোগিতায়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শ্যাম সুন্দর সাহা, ডা. সৌরভ চক্রবর্তী, বিভিন্ন স্বাস্থ্য সহকারী, শিশুদের অভিভাবক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।


কর্মসূচি অনুযায়ী, সারাদেশের মতো সদরপুরেও ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৩৫,১৭৯ জন ছাত্র-ছাত্রীকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এছাড়া ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্কুলবহির্ভূত ৮ মাস থেকে ১৪ বছর বয়সী মোট ১৯,২৮৩ জন ছেলে-মেয়েকে টিকা দেওয়া হবে।


সদরপুর উপজেলায় মোট ২৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ধাপে ধাপে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।



Post Top Ad

Responsive Ads Here