মুক্তি পেয়েছেন শহিদুল আলম, পৌঁছেছেন তুরস্কে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

মুক্তি পেয়েছেন শহিদুল আলম, পৌঁছেছেন তুরস্কে

 


মুক্তি পেয়েছেন শহিদুল আলম, পৌঁছেছেন তুরস্কে
মুক্তি পেয়েছেন শহিদুল আলম, পৌঁছেছেন তুরস্কে



স্টাফ রিপোর্টার:

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম মুক্তি পেয়েছেন। তাকে ইসরায়েল থেকে বিমানে করে তুরস্কে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি শহিদুল আলমের মুক্তিতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে ধন্যবাদ জানান।


ফ্লাইট ট্র্যাকার সূত্রে জানা গেছে, শহিদুল আলমকে বহনকারী বিমানটি ইতোমধ্যে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবতরণ করেছে।


এর আগে গাজা অভিমুখী “কনশেনস” নামের মানবিক সহায়তাবাহী জাহাজ থেকে শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী আটক করে। ওই সময় এক ভিডিও বার্তায় তিনি নিজেই আটক হওয়ার বিষয়টি জানান।


শহিদুল আলম বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী, শিক্ষক ও সামাজিক কর্মী। তিনি দীর্ঘদিন ধরে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।



Post Top Ad

Responsive Ads Here