রাজবাড়ী সদর হাসপাতালের প্রেসক্রিপশনে ‘সাপোজিটরি খাওয়ার’ নির্দেশনা, সামাজিক মাধ্যমে ভাইরাল |
স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের একটি প্রেসক্রিপশনে “সাপোজিটরি খাওয়ার” নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রেসক্রিপশনটির ছবি প্রকাশের পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টা ১৮ মিনিটে ফয়সল শেখ নামের একজন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রেসক্রিপশনটির ছবি পোস্ট করেন।
তিনি লেখেন, “১৩ তারিখ রাতে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে খালাতো ভাইকে নিয়ে যাই ডাক্তার দেখাতে। ৪ দিন ধরে জ্বর। ডাক্তার বলেন, জ্বর বেশি হলে সাপোজিটরি খেতে। কিন্তু আমরা জানি না এটা কীভাবে খেতে হয়! কারো যদি অভিজ্ঞতা থাকে, জানাবেন।”
তিনি আরও উল্লেখ করেন, “(বিঃদ্রঃ প্রেসক্রিপশনটি করেছেন ডাক্তারের সহকারী, নিচে সিগনেচার দিয়েছেন ডাক্তার)।”
পোস্টটি প্রকাশের পর দ্রুত ভাইরাল হয়ে যায়। অসংখ্য মানুষ এটি শেয়ার করে এবং মজার ও সমালোচনামূলক মন্তব্য করেন।
এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স রওশন আরা বলেন, “হাসপাতালে ডাক্তার সংকট রয়েছে। যখন রোগীর চাপ বেড়ে যায়, তখন ডাক্তার একা সামলাতে পারেন না। ইন্টার্ন চিকিৎসকরা অনেক সময় প্রেসক্রিপশন লিখে দেন, পরে ডাক্তার সই করেন। রোগীর ভিড়ে ভুল হতে পারে।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস. এম. হান্নান শেখ বলেন, “সাপোজিটরি সাধারণত পায়ুপথে প্রয়োগ করা হয়, এটি খাওয়ার জন্য নয়। সম্ভবত ভুলবশত এমন নির্দেশনা লেখা হয়েছে। আমাদের হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (গঅঞঝ)-এর শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিতে আসে, তবে প্রেসক্রিপশন লেখার এখতিয়ার তাদের নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে।”
প্রেসক্রিপশনটি ভাইরাল হওয়ার পর অনেক নেটিজেন মন্তব্য করেন, “যে দেশে ডাক্তার নয় এমন লোক প্রেসক্রিপশন লেখে, সেখানে এমন ভুল হতেই পারে।” অন্যরা হাস্যরস করে বলেন, “সাপোজিটরি খেলে হয়তো জ্বর উল্টো পালাবে!”