রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

 


মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি:

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৫ অক্টোবর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে দিবসটি উদযাপন করে। এতে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে।


দিবসটি উপলক্ষে সকালে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


পরে জেলা পরিষদের এনেক্স ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া।


সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম। সভাটি পরিচালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সুব্রত বড়ুয়া।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ডা. প্রতিক সেন, প্রতিনিধি, জেলা সিভিল সার্জন অফিস,আলোক বিকাশ চাকমা, ম্যানেজার, রাঙামাটি পর্যটন কর্পোরেশন,আনোয়ার আল হক, সভাপতি, রাঙামাটি প্রেস ক্লাব,সাখাওয়াত হোসেন রুবেল, সাবেক সভাপতি, প্রেস ক্লাব,মুহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব,মুহাম্মদ কলিম উল্লাহ, প্রধান শিক্ষক, কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,মো: কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্দেশ্য হলো নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং পানিবাহিত রোগ সম্পর্কে জনগণকে সচেতন করা।


তারা বলেন, “বিশ্বজুড়ে প্রায় ৮০ শতাংশ রোগ ছড়ায় হাতের মাধ্যমে। তাই সবাইকে সাবান ও পরিষ্কার পানিতে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা ও পরিচ্ছন্নতা—সুস্থ জীবনের অন্যতম শর্ত।”


আলোচনা সভার পর জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়া বিষয়ক সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


এ সময় শিক্ষার্থীরা হাতে-কলমে সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক পদ্ধতি অনুশীলন করে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপদ পানি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে শিক্ষা নেয়।


Post Top Ad

Responsive Ads Here