পার্বত্য ভূমি কমিশনের বৈঠক স্থগিতের দাবি জানিয়ে পিসিসিপি’র স্মারকলিপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

পার্বত্য ভূমি কমিশনের বৈঠক স্থগিতের দাবি জানিয়ে পিসিসিপি’র স্মারকলিপি

 

পার্বত্য ভূমি কমিশনের বৈঠক স্থগিতের দাবি জানিয়ে পিসিসিপি’র স্মারকলিপি
পার্বত্য ভূমি কমিশনের বৈঠক স্থগিতের দাবি জানিয়ে পিসিসিপি’র স্মারকলিপি


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিতব্য সভা স্থগিত করার দাবি জানিয়ে রাঙামাটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। স্মারকলিপি বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের নিকট প্রদান করা হয়।


স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, পিসিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক মো: হুমায়ুন কবির ও অন্যান্য নেতৃবৃন্দ।


পিসিসিপি স্মারকলিপিতে উল্লেখ করে, পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখা ও তাদের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোনও বৈঠক রাঙামাটিতে অনুষ্ঠিত না হওয়া উচিত।


পিসিসিপি আরও জানিয়েছে, তারা রাঙামাটি জেলায় শান্তি–সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে এবং সন্ত্রাসমুক্ত পাহাড় গড়ার দাবি জানিয়ে আসছে।


স্মারকলিপিতে পিসিসিপি দাবি করেছে যে, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ দ্বারা গঠিত কমিশনে পার্বত্য বাঙালিদের কোন প্রতিনিধি নেই। কমিশনের ৯ সদস্যের মধ্যে ৩ জন সার্কেল চীফ (রাজা), ৩ জন জেলা পরিষদ চেয়ারম্যান এবং ১ জন আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান—মোট ৭ জনই উপজাতি (আদিবাসী) প্রতিনিধিত্ব করেন। বাকি ২ জন কমিশনের মাননীয় চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান।


পিসিসিপি জানিয়েছে, এমন গঠনভিত্তিক সিদ্ধান্তগ্রহণে একপাক্ষিক রায় আসার আশঙ্কা আছে এবং এর ফলে পার্বত্য অঞ্চলের বৃহৎ বাঙালি জনগোষ্ঠী ভূমিহীন হতে পারে। এছাড়া কমিশনের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ না রাখাকে পিসিসিপি সংবিধানবিরোধী ও একপাক্ষিক বলে অভিহিত করেছে।


পিসিসিপি স্মারকলিপিতে উল্লেখ করেছে, কমিশনের সভা ১৯ অক্টোবর, ২০২৫ (রবিবার) সকাল ১১টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে আহবান করা হয়েছে। ওই সভা কেন্দ্র করে স্থানীয় বাঙালি জনগোষ্ঠীতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে বলে স্মারকলিপিতে দাবি করা হয়।


পিসিসিপি সুস্পষ্টভাবে জানায় — তাদের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোনো বৈঠক রাঙামাটিতে অনুষ্ঠিত হলে তারা রাস্তায় নেমে কঠোর প্রতিহত করবে। স্মারকলিপিতে আরও বলা হয়েছে, “জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত পার্বত্য অঞ্চলের অধিকারবঞ্চিত নাগরিকদের অধিকারের পক্ষে আমরা ছাড় দেব না।”


স্মারকলিপিতে পিসিসিপি অনুরোধ করেছে—জেলা প্রশাসক আগামী ১৯/১০/২০২৫ তারিখে রাঙামাটি জেলা পরিষদে অনুষ্ঠিতব্য কমিশনের বৈঠক স্থগিত করার ব্যবস্থা নেবেন, এবং পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে তা কাটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনোযোগী হবেন।


Post Top Ad

Responsive Ads Here